অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১

লকডাউনে কল্পদেব

  

 



নাছোড় দুঃসময়
=================
কল্পদেব চক্রবর্তী
=================



এ এক নাছোড় দুঃসময়

সবাই বলে ছুইওনা ছুইওনা আমায়

দূরে সরে যাও, মৃত্যুপুরী নিকটে

নিয়তির নির্দেশে আর বিদ্রুপ অট্টহাসি তে

ভেদাভেদ হীন অস্পৃশ্যতা

উঁচু-নিচু সবাই মেনেছে বশ্যতা!



কে উচু কে ইবা নিচু?

লক্ষণ রেখায় আবদ্ধ তুমি উচ্চবর্ণ

লক্ষণ রেখায় দাঁড়িয়ে তুমি নিম্ন বর্ণ

সবাই এখন লেংটা শিশু

নেই কোনো পরিধান

মাঝে ভুলের বিরাট ব্যবধান!



ভগবানও আজ মৃত্যুভয়ে,

মন্দিরের দ্বার রুদ্ধ করে

মানুষরূপী ভগবান,

তারাও মৃত্যুর প্রহর গোনে

যারা দিন আনে দিন খায়

অনাহারে মৃত্যুর ভয়

নিরবে নিয়তির উপহাস করে জয়!



পৃথিবী জুড়ে আজ শুধু হায় হায়

ঠুনকো আভিজাত্য আর আত্মগরিমা

এখন মনে হয় শুধুই শূন্যতা।

অবকাশ কি পাবে মেনে নিতে,

এই নূতন বছরে

জীবনে করেছ কত ভুল?

দর্প চূর্ণ আজ জীবশ্রেষ্ট মনুষ্য কুল।

 


 

 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন