অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১

লকডাউনে পুণ্যব্রত

 

 

 


হাজার মানুষ
================
পুণ্যব্রত মুখোপাধ্যায়
================


কোথায় মাথা রেখে ঘুমাব আমি?

রাত যে আসে এক রাশ অন্ধকার নিয়ে।

ঘুম যদি স্বপ্ন হারিয়ে ডুবে যায় অন্ধকারে

কোথায় মাথা রাখব আমি?

কান্নার আড়াল থেকে ডুকরে কাঁদে প্রাণ।

স্থান নেই ----ঘর নেই----শুধু পথ হাঁটি---শূন্যপথ---

হাজার হাজার আমি হাঁটি।

আমাকে চেননা তুমি?

আমি তো নামহারা পরিযায়ী হাজার মানুষ।

আমার তো একটাই পথ,

যে পথে চলেছি দিনরাত।

যে পথে আমার ছেলেটা মরে গেছে কাল।

ওর লাশ কোথায় শোয়াব বল?

স্থান নেই।

বানিয়ে দিয়েছি ঘর।

ঘর নেই।

খাবার দিয়েছি মুখে তোমাদের।

অনাহারী আমি---জল নেই----খাদ্য নেই।

মৃত্যুকে হাঁটা পথে হাঁটিয়েছি রাত্রিদিন,

তোমরা দেখনি,

তোমাদের চোখে বিলাসী কাজল।

সোনায় বাঁধানো কাচে দেখ সারাদিন।

তোমাদের কানে শোনা শ্রমিকের নামগুলো

যেন কোলাহল------

নামহারা ঘরছাড়া ছন্নছাড়া হাজার মানুষ।


 


 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন