লকডাউন = মহামারী ও মৃত্যুভয়
======================
দেবলীনা চক্রবর্তী
======================
একসময় মহামারী লেখা ছিলো সাদা পাতায়, কালো অক্ষরে
পড়তে পড়তে থমকেছিলাম ঘটনার ভয়াবহতায় ও নিরন্ন মানুষের আর্তনাদে।
তারপর কেটেছে কত দশক, বয়ে গেছে কত বেনো জল!
হটাৎ পৃথিবীতে ছেয়ে গেলো বিষ অন্ধকার, অণু জীবাণুর সংক্রমণ!
মানুষ একে একে ভীত সন্ত্রস্ত মৃত্যুভয়ে!
এ এমন মৃত্যুভয় যা জীবজগতকে করে দিলো ভীত আর প্রকৃতি হলো ভয়শূন্য , উদার আরো !
চিরকালীন আকাশ হলো যেন আরো বেশি স্বচ্ছ - নীল
বহমান বাতাস যেন ভীষণ নির্মল ও শুদ্ধ।
আর যারা এতদিন রাঙানো চোখ ও নখ দাঁত দিয়ে শাসন ও শোষণ করছিলো সমাজ - জাতি , ধর্ম !
তারা আজ নিয়েছে স্বেচ্ছা নির্বাসন , কারণ একটাই
মৃত্যুভয় !
এ সময় সীমান্তে কেউ ছুঁড়ছে না আর পাথর
কোনো জিহাদী ছুঁড়ছে না কোনো বোমা
মন্দির - মসজিদ - গির্জা সব বন্ধ !
লকডাউন ...
এই মৃত্যুভয় মানুষকে মানুষ করে দিলো !
যে যার ভিটে মাটির টানে বিভ্রান্তের মতো ছুটলো
কারণ রেল - বাস - জনপথ সব বন্ধ
শুধু দুটি পা তখন একমাত্র সম্বল !
অসহায় , দরিদ্র , আনপড় মানুষ হাঁটলো
একশো মাইল, দুশো মাইল, পাঁচশো মাইল -
সড়কে রোদ, রোদে পিচ গলে যাওয়া পথে তারা
খালি পায়ে , ভুখা - জীর্ণ শরীরে শুধু হাঁটলো!
হাঁটছে কানপুর, হাঁটছে বেনারস, হাঁটছে শহর !
আর শিক্ষিত মানুষ টিভিতে সোশাল মিডিয়ায় সংলাপ আওড়েছে
ডালগোনা কফিতে চুমুক দিয়ে দুঃখের মিথ্যে ভরং করেছে!
আর অজ্ঞতায় আমাদের শরীরে এক একটা অদৃশ্য চাবুক ও মুখে থুথু এসে পড়েছে ....
এই মহামারী মানুষকে মানবিক করে তুলেছে !
ঈশ্বর আল্লাহ যীশু যা পারেনি
হাসতে হাসতে এ মৃত্যুভয়
মানুষ কে মানুষ করে তুলেছে !
======================
দেবলীনা চক্রবর্তী
======================
একসময় মহামারী লেখা ছিলো সাদা পাতায়, কালো অক্ষরে
পড়তে পড়তে থমকেছিলাম ঘটনার ভয়াবহতায় ও নিরন্ন মানুষের আর্তনাদে।
তারপর কেটেছে কত দশক, বয়ে গেছে কত বেনো জল!
হটাৎ পৃথিবীতে ছেয়ে গেলো বিষ অন্ধকার, অণু জীবাণুর সংক্রমণ!
মানুষ একে একে ভীত সন্ত্রস্ত মৃত্যুভয়ে!
এ এমন মৃত্যুভয় যা জীবজগতকে করে দিলো ভীত আর প্রকৃতি হলো ভয়শূন্য , উদার আরো !
চিরকালীন আকাশ হলো যেন আরো বেশি স্বচ্ছ - নীল
বহমান বাতাস যেন ভীষণ নির্মল ও শুদ্ধ।
আর যারা এতদিন রাঙানো চোখ ও নখ দাঁত দিয়ে শাসন ও শোষণ করছিলো সমাজ - জাতি , ধর্ম !
তারা আজ নিয়েছে স্বেচ্ছা নির্বাসন , কারণ একটাই
মৃত্যুভয় !
এ সময় সীমান্তে কেউ ছুঁড়ছে না আর পাথর
কোনো জিহাদী ছুঁড়ছে না কোনো বোমা
মন্দির - মসজিদ - গির্জা সব বন্ধ !
লকডাউন ...
এই মৃত্যুভয় মানুষকে মানুষ করে দিলো !
যে যার ভিটে মাটির টানে বিভ্রান্তের মতো ছুটলো
কারণ রেল - বাস - জনপথ সব বন্ধ
শুধু দুটি পা তখন একমাত্র সম্বল !
অসহায় , দরিদ্র , আনপড় মানুষ হাঁটলো
একশো মাইল, দুশো মাইল, পাঁচশো মাইল -
সড়কে রোদ, রোদে পিচ গলে যাওয়া পথে তারা
খালি পায়ে , ভুখা - জীর্ণ শরীরে শুধু হাঁটলো!
হাঁটছে কানপুর, হাঁটছে বেনারস, হাঁটছে শহর !
আর শিক্ষিত মানুষ টিভিতে সোশাল মিডিয়ায় সংলাপ আওড়েছে
ডালগোনা কফিতে চুমুক দিয়ে দুঃখের মিথ্যে ভরং করেছে!
আর অজ্ঞতায় আমাদের শরীরে এক একটা অদৃশ্য চাবুক ও মুখে থুথু এসে পড়েছে ....
এই মহামারী মানুষকে মানবিক করে তুলেছে !
ঈশ্বর আল্লাহ যীশু যা পারেনি
হাসতে হাসতে এ মৃত্যুভয়
মানুষ কে মানুষ করে তুলেছে !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন