আলো-ছায়া
=============================
পরাগ ভট্টাচার্য্য
=============================
বেওয়ারিশ লাশগুলো নিয়ে যাচ্ছে!
আবর্জনা, পচন থেকে বাঁচতে!
রাতের বেলা, দশ দশটা একসাথে!
কয়েকদিনের জমা, ফেলে দিতে!
যারা ওভাবে নিয়ে গেল, কিছু বোল না,
এমনি করে ওরাই নিয়ে যায়, কুকুর -ছাগলকেও,
সংবিধান! ওরা কি পড়তে পারবে!
যারা শপথ নিয়েছে , মেনেছে একদিনও ?
ভাল করে দেখো, লুকাতে চাইছে কি,
এমনই হয়েছে বারবার, বুজরুকির চাল,
ওরা ফিরে ফিরে আসে, হায়, ভোলা মন
কখন জড়িয়ে যায় ,বুনতে বুনতে জাল ,
মরে গেলে কি কেউ কথা বলে ?
বলেছিল কেউ , মরাগুলো আবার জাগছে,
অচেনা আঙ্গুলগুলো উঠছে আকাশের দিকে
বলছে, সবাই বলছে, অবিচার হচ্ছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন