অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

সোমবার, ৬ জুলাই, ২০২০

বর্ষার সুরে সুরে .....




বর্ষার সুরে সুরে .....
=============================
গোবিন্দ মোদক
=============================

বিষ্টি নামে মিষ্টি সুরে আকাশ জুড়ে আষাঢ়,
ঘোলা জলে টাপুর টুপুর সময় জলে ভাসার।
কদম গাছ ভিজছে জলে ভিজছে যে তালবন,
ভিজছে পাখি পোকা- মাকড় ভিজছে সবার মন।
দাবদাহটা দূর হয়েছে গ্রীষ্ম গেছে দূরে,
বৃষ্টি পড়ছে বৃষ্টি ঝরছে রিম্ ঝিম্ ঝিম্ সুরে।
বীজেরা সব মাটির নিচে গাইছে সৃষ্টির গান,
চাতক পাখি মনের সুখে করছে যে জল পান।
ঘোলা জলে ভরছে গর্ত ভরছে নদি-নালা,
অসহ্য দাবদাহের পর সৃষ্টিসুখের পালা।
ভিজছে মাটি হচ্ছে নরম এবার হবে চাষ,
সোনার ফসল উঠবে ফলে সুরাহা বারোমাস।
বর্ষা আসে, সাথে আনে সৃষ্টিসুখের গান,
বর্ষা আসে, জীবন বাঁচে বিশ্বভরা প্রাণ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন