প্রাগৈতিহাসিক
=====================
স্বরূপ মুখার্জ্জী
=============================
১#
আমার বরাবরের ইচ্ছা
নিজেকে লুকিয়ে রেখে
প্রেমিকার কোলে মাথা রাখব —
সদুদ্দেশ্য নিয়ে
প্রেমিকার ঠোঁটে ঠোঁট রাখব
২#
তুমি আমাকে ছেড়ে
তোমার প্রেমিকার সাথে চলে গেলে
আমি
হাত-পা ছড়িয়ে কাঁদতে বসব
এমন সময় আমার কাছে নেই
৩#
সারা আকাশকে যখন
পশ্চিমী ঝঞ্ঝার কবলে পড়তে হয়
তখনই
আলোর চোখে চোখ রেখে
নতুন করে
প্রেমিক হতে হয়
=====================
স্বরূপ মুখার্জ্জী
=============================
১#
আমার বরাবরের ইচ্ছা
নিজেকে লুকিয়ে রেখে
প্রেমিকার কোলে মাথা রাখব —
সদুদ্দেশ্য নিয়ে
প্রেমিকার ঠোঁটে ঠোঁট রাখব
২#
তুমি আমাকে ছেড়ে
তোমার প্রেমিকার সাথে চলে গেলে
আমি
হাত-পা ছড়িয়ে কাঁদতে বসব
এমন সময় আমার কাছে নেই
৩#
সারা আকাশকে যখন
পশ্চিমী ঝঞ্ঝার কবলে পড়তে হয়
তখনই
আলোর চোখে চোখ রেখে
নতুন করে
প্রেমিক হতে হয়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন