অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

সোমবার, ৬ জুলাই, ২০২০

বাস্তব



বাস্তব
=============================
দেবাশিস মাইতি
=============================

আজ কোন কবিতা নয়
আজ শুধু একমুঠো ব্যর্থতার কাছে নতজানু হয়ে বসে থাকা ৷
প্রেম নেই , নেই প্রেমিকাও
নেই বৃষ্টিভেজা গল্পের আষাঢ়ী সাতকাহন
ব্যাগের মধ্যে শঙ্খ ঘোষ , মনের মধ্যে মেঘ
আবেগ তবুও নির্লিপ্তের মত ছুঁতে চায় সূর্যের আলতো হাসি
বলি তাকে মুখোশ খোল মুখোশ খোল
কেন মিছি মিছি ছিনিমিনি খেলা খেল জীবনের সাথে
যে দিন চলে গেছে তাকে কেন খুঁজে ফিরে ক্লান্ত হও
সরে এস সরে এস একা হও একা
শ্রীজাতর সংসারগীতিকা
পড়ে বুঝে নাও মা বাবা আর ভাই ভাই ঠাঁই ঠাঁই
ঠিক সংসার বলতে যা বোঝায়
তারপর শুয়ে যেও তোমাদের চিরকালীন কাঁটা বিছানো শয্যায়
যার নাম জীবন ৷
এগজামিনে ফেল ? প্রেমে ব্যর্থ ?
ডিগ্রি নেই ? চাকরি নেই ?
ছুটে যাও চেনা কোনো জ্যোতিষীর কাছে
রাহুর দশা লেগে জীবন ততদিনে
নষ্ট বাদামখোসা ৷
এবার তবে পরে ফেল গোমেদ
আড়াল হয়ে রয়ে যাক
বিষমাখা মনোবিকার ৷



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন