অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

সোমবার, ৬ জুলাই, ২০২০

রূপান্তর

রূপান্তর
=====================
সাকিব জামাল
=====================




মনের কোণে লুকানো ইচ্ছে ভীষণ
একদিন আকাশে উড়ে বেড়াবো মেঘের মতন।
সৃষ্টির উৎস ভুলে যাবো, ভুলে যাবো রোদে পোড়ার কাল!
অচেনা দমকা হাওয়া ভালোবেসে সঙ্গী হবো তার,
ভেসে যাবো সীমানাহীন লক্ষ্য বরাবর,
আছরে পড়বো পাহাড়ের বুকে
তারপর ভেঙে চুরে নিঃশেষ হবো সুখে-
হবো রূপান্তরিত জল, হিউমাস, জ্বীবাশ্ব।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন