এই সময়:
=================
সঞ্জীব সেন
=================
তাই ঝড় চেয়েছি ঝড় থাকা ভাল একটু আধটু
দুঃখ চেয়েছি সুখ একঘেয়ে হয়ে গেছে বলেই
সূর্য-কে পশ্চিমে পাঠিয়েছি ভোরে মনে মনে
আসলে অন্যরকম জীবন চেয়েছি,,,
তাই বলে এভাবে,,
নিরালা একা একা সব শুধু লৌকিকতায় মুখ চাওয়া
কার কাছে বলব পার্থিব সেইসব সুখের কথা
কে কার প্রতিরূপ পায় ভালবেসে
অঞ্জনাকে ভালবেসে যে পুরুষটি রঙ্গন হয়েছে
অথচ জীবন চলছে জীবনের মতই
ঝড়কে সঙ্গে নিয়ে পাখি যেমন
নতুন করে বাঁচে বাসা ভেঙে পরার পরে
শুধু একঘেয়ে থেকে বাঁচতে একটু অন্যরকম জীবন চেয়েছি
কিন্তু এভাবে
কোন কথা নেই শুধু লৌকিকতায় মুখ চাওয়া,
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন