ভাঙা মন্তাজ
=============================
অর্পিতা ঘোষ
=============================
চুপকথা নাড়ে বুক, শুনশান রাতে,
জেগে থাকে বাতিঘর, স্তব্ধ শুন্য পথে।
খুনসুটি কোলাহল, একাকী পথেই সুখ,
নীরবতা সারারাত, এ নয় কোনো অসুখ।
উন্মাদে ভাঙে পাড়, জল ভাসে প্লাবনে,
সোহাগ শীতল রাত, ভরাডুবি হয় মনে।
অভিমানি মন তবু, করে আলোর খোঁজ,
আকাশের তারাগুলো, আমলকি হয় রোজ।
দৃষ্টি ঝাপসা হয়, একা মনের জ্বরে,
পথ দেয় হাতছানি, হারিয়ে ফেলার পরে।
দেখা যদি হয় পথে, ভরসার কোনো জন,
ঠাঁই নিয়ে তার মনে, ঠিকানা পাবো তখন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন