অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

সোমবার, ৬ জুলাই, ২০২০

চেনা অচেনা জ্যোৎস্না




চেনা অচেনা জ্যোৎস্না

=============================
অরুণ কুমার সরকার
=============================

তোমাকে দেখেছি সেই যৌবনে পা ফেলে
ছুটে গেছ পাহাড়ি ঝর্ণার গায়
পাহাড়ি নদীর জলে ধুয়েছো কত পা।
সমুদ্রেও গেছ তুমি
দেখেছ উত্তাল ঢেউ জোয়ারের সাথে
উৎফুল্ল হৃদয়ে নীল জলে ভাসিয়েছ গা
মিহি পরিধান ঢুকে গেছে শরীরের ভাঁজে ভাঁজে।
স্বল্প বাসে সমুদ্র সৈকতে গায়ে মেখেছ মিষ্টি রোদ
পাশ দিয়ে হেঁটে গেছে কতজন
তুমি থেকেছ আনমনে কালো রোদচশমায়।
হয়তো জেনে যাব একদিন
সব বাঁধন ছিঁড়ে জীবন করেছ একা
সমুদ্র সৈকতে যদি কখনও সে আসে
নিশ্চয়ই হবে দেখা।
তুমি কি ডাকবে কাছে
যদি সে আসে
আমারও তো ছিল কেউ, এখনও তা আছে
কেবলই থাকি অপেক্ষায়
যদি দেখা হয় কোনও সমুদ্র সৈকতে।
কখনও পাহাড়, কখনও বা সমুদ্র হয়ে আসে কাছাকাছি
আমি খুঁজে পাই কিছু উষ্ণতা
ভিজে যাই সময়ে অসময়ে
চারদিক জ্যোৎস্নার নীরবতা।
আমারও দুরন্ত এক অতীত ছিল
ছিল স্বপ্ন কিছু হৃদয় ভরা
যদিও তা খুব বেশি সুখকর নয়
বহু বসন্ত হয়েছে নষ্ট চেনা অচেনা জ্যোৎস্নায়।




















কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন