অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

সোমবার, ৬ জুলাই, ২০২০

মৃণালিনী

মৃণালিনী
=============================
মৌসুমী রায়
=============================


সেই মেয়েটার বুকে জ্বলে আগুন
চোখ বেয়ে নামে লাভার স্রোত
যেটাই করে তাতেই নিষেধ বাঁধা...
মেয়েটার হোক আরো পাপ হোক।
রান্না ঘরে কান্না ঝরুক যত
সব পাওয়া যন্ত্রণার শোধ সে দেবেই
প্রতিবাদ তার গাছ হয়ে বাড়ছে শরীরে
জানে সে বিশাল ঝড় একটা তুলবেই।
মনের ভিতর চলছে কাঁটাছেড়া
একলা ঘরে নির্জনতা দংশায়
চায়ের কাপে জমছে মৃত সময়
হাওয়ার চাবুক মারছে মনের শূন্যতায়।
অনেক হয়েছে প্রেমের মহড়া দেওয়া
সবই তো সেই পিটুইটারির খেলা
বৈধ হোক বা অবৈধ হোক, শরীর চাওয়া
বন্ধ করবেই মনের দরজা এইবেলা।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন