অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

সোমবার, ৬ জুলাই, ২০২০

প্রেমের কবিতা নয়

প্রেমের কবিতা নয়
===========================
অরূপ সরকার
===========================


বসন্তের শুরুতে কোমোল হাওয়া গায়ে লেগে শিহরণ জাগায় ।
জানালার ধারে দাঁড়িয়ে শুনি
ভবিষ্যতের ফরমান,
এটা ওটা করতে হবে,না করলে ছাড় নেই
তৈরীই আছে গিলোটিন
নেমে আসবে সমাজের বিধান রূপে ,
ঠিক যেমন পৃথিবী ছুটছে আমাকেও ছুটতে হবে,
শরীরের মধ্যেও চলছে আজব দশা
জানিনা কি করে হলো রক্ত ও লসিকার সখ্যতা।
আমার চোখ ফেটে নোনা জল পড়ে ,
খযেরি দেওয়ালে আঁকিবুকি কাটি,
হিসেব মেলেনা ,সমীকরণ দুর অস্ত ,
শেষ ইচ্ছে এটাই এই শহরে কেউ যদি মুঠো মুঠো ভালোবাসা ছড়িয়ে দিত,

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন