অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

সোমবার, ৬ জুলাই, ২০২০

জানে না ঈশ্বর




জানে না ঈশ্বর
=============================
শৈবাল সরকার
=============================

কথা হলো মাটির সাথে উষ্ণতা মেখে নিয়েছে গায়,
চাঁদ আঁকা কপাল নিয়ে পৃথিবী নীরবে সয়ে যায় যন্ত্রণার পাহাড়।
কান্না গুলো অবশিষ্ট থেকেই যায়,
অবলা সময় দেখে যায় আমাদের কারসাজি।
লতার মত অভাব থাকে কোথাও আলো কোথাও আঁধার,
গভীর কালো দাগ চিন্তা রেখায়।
আমরা কখন দুমুখো হই সে জানে না ঈশ্বর নিজেও,
ফল ভোগের সাহস রেখো বুকের পাটায়।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন