অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

সোমবার, ৬ জুলাই, ২০২০

বিপন্নতা




বিপন্নতা
=============================
সম্পূর্ণা
=============================

যে জাহাজের মাস্তুলে লেখা ছিল ভয়
সে সমুদ্র কখনও জাহাজ ভাসেনি ডোবেনি
হালকা থেকে গাঢ় নীলে এ প্রান্ত থেকে ও প্রান্তে দৃশ্যের অপর্যাপ্ত আসা যাওয়া
মৃত্যুর খুলে রাখা মুকুট দৈবাৎ নজরে আসে
প্রবাহমান সবকিছুই ভীষণ প্রেডিক্টেবল দিনের ওপর
মাথা চারা দিয়ে উঠেছে ভেঙে যাওয়া সভ্যতার প্রাচীন কারুশিল্প
সময়ের কখনও পেছনে তাকানোর মতো উপায় ছিলনা
যা কিছু পিঠে থাকে, যেমন ভুল চোখ, অনাবিষ্কৃত দৃষ্টি, অথবা অন্যায়ের নিম্নগামী কৌশল
হাতের ফাঁকে লেগে থাকা ঝুরঝুরে বালিতে বহু আগের সহজ মন
মুহূর্তের ঢেউ, চোরাবালির হাতছানিতে আরও বেশি ডুবে যাওয়া
হাসতে হাসতে চলে যাওয়া রাস্তার পাশে ল্যান্ডমার্কহীন সরাইখানা
নাম লেখা খাতায় অতিথি অভ্যাগত। খালি বন্দরও যেন রাজনৈতিক শ্রমজীবী!
পৃথিবীর সীমান্তে তখনও দাঁড়িয়ে কোনো মধ্যবয়স্ক পিতা
অন্ধ শিশুকে জড়িয়ে পাহাড়ে, মরুভূমিতে, খোলা মাঠে
রাত্রির মতো ঢেউয়ে তুফানের আকাশ ছবি...!



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন