অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

সোমবার, ৬ জুলাই, ২০২০

স্মরণ



স্মরণ
=============================
বদরুদ্দোজা শেখু
=============================
বৃন্দার কথাগুলো খুব মনে পড়ে।
সে আমার সহপাঠী ছিল। বলতো,
বেশী চাওয়া-চাওয়ি কোরো না,
সবাই সন্দেহ করবে।- - তার কথাগুলো
মেনে চলতে চলতে দেখলাম
সে একদিন দৃশ্যপট থেকে বিদায় নিয়েছে।
আমি দিন গুণি শোকের আকূল সাগরে।
বাদলের কথাও খুব মনে পড়ে।
সেও সহপাঠী ছিল।বলতো---
কা'র জন্ম কীভাবে হয়েছে কেউ বলতে পারে না
একমাত্র মা ছাড়া , কিন্তু মা তো মুখ খুলবে না।


বাবা কে ? বাবারা পুরুষ । তারা



নারীদের দেহে পরজীবি হ'য়ে বাস করে, আর কিছু নয়।







আতিউরের কথাও বেশ মনে আছে।



সেও আমার এক সময়ের সহপাঠী, ছেড়ে গেছে অনেকদিন



রাস্তার মোড় এলে সঙ্গ ছেড়ে যাওয়ার মতন।



সে বলতো, সুখের সীমা আছে কিন্তু



দুঃখের সীমা নাই।দুঃখ শোক অকূল। তবু তারাও ঝুমকো-লতা হ'য়ে ফুটে' থাকে



স্মৃতির বাগানে।কেউ মানে, কেউ মানে না।







তাদের সে কথাগুলো অমূল্য স্মরণিকা, আমাকে ছাড়ে না।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন