কোথায় ভগবান?
=============================
বিষ্ণুপদ ব্যানার্জী
=============================
এত সহজে ওদের পরিযায়ী বানালে?
ওদের মুখের দিকে একবার তাকালে না?
কি দোষে এত বড় সাজা
দিলে ওই নিরপরাধীদের?
কোন অপরাধে ওই শিশু আজ মাতৃহারা?
তুমি না সর্ব শক্তিমান,
জবাব দাও।
আজ লক্ষ লক্ষ মানুষ কর্মহারা,
কি মজা পেলে তুমি?
এত দিন মানুষ তোমাকে মেনেছে ভয়ে, ভক্তিতে
আজ তারা ভয়কে করেছে জয়,
এবার অপেক্ষা করতে হবে পূজা পেতে,
কি কাজ হল তোমাকে
সাধনা করে?
কোথায় তুমি রক্ষা করলে?
তোমার রাজত্ব যে শেষ
বিদ্রোহ করবে তারা,
এবার তুমি কোথায় যাবে ভগবান?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন