যানজট
=============================
তীর্থঙ্কর সুমিত
=============================
কতগুলো কথা
সাজিয়ে নিয়ে পাশাপাশি
বাক্য গঠন হতে হতে
হারিয়ে যায় কথাস্রোতে
আবার সৃষ্টি হয় নতুন ...
এভাবেই ফিরে আসে
পাওয়া না পাওয়ার সব ইচ্ছেগুলো
আর হারিয়ে যায়
বেঁচে থাকার রসদ
ঠিক একই ভাবে
শব্দ গঠন হয় পাশাপাশি
আর এক একটা মুহূর্তে
তৈরী হয়
##
অজস্র যানজট।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন