অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

সোমবার, ৬ জুলাই, ২০২০

আজকাল

আজকাল
=============================
পাভেল আমান
=============================

আজকাল কেউ শোনেনা
তোমার আমার কথা মালা
সবাই নিজস্বতায় আবর্তিত অভিমুখে
প্রতিমুহূর্তে না দেখার ভানে।
আজকাল কেউ বলেনা
জমে থাকা মননের ভাষা
সজ্ঞানে বন্ধ রাখে অনুভূতির দরজা
পড়ে থাকে চেতনার চুপ কথা।
আজকাল কেউ ভাবে না
সাধারণ মানুষের চাওয়া পাওয়া
সমাজে চলিষ্ণুতার ধারাবাহিকতা
ভুলে যায় মানবতার সহজপাঠ।





আজকাল কেউ মানেনা



চিরায়ত মূল্যবোধের মর্মার্থ



পরাক্রমি মানসিকতার বলীয়ানে



এগোতে থাকে কর্তৃত্বের নিদর্শনে।







আজকাল কেউ দেখেনা

স্বরূপের আড়ালে ব্যক্তিসত্তা



সব কিছু চাপা দিয়ে সম্মুখে গমন



শুধুই পার্থিব মোহের তীব্র আকাঙ্ক্ষায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন