অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

সোমবার, ৬ জুলাই, ২০২০

স্বপ্নের সীমা

স্বপ্নের সীমা
=============================
শুক্লা গাঙ্গুলী
=============================


এক অচেনা ভোর ডাক দিল--
সুদূরের মাঝে ডানা মেলার।
নীল দিগন্ত জুড়ে যে শূণ্য পরিসর
দু-চোখের পাতায় যার সীমা অধরা,
অথচ দুঃস্থ মনের কিনারে যার প্রায় আসা-যাওয়া,
সেই দিগন্ত--সম্পূর্ণই মুক্ত।
যখন বন্ধন মুক্তির অবহেলা,
যখন ভালোবাসার সূক্ষ্ম টান,
আর আত্মীয়তার সীমিত মায়া--প্রতিনিয়ত তুচ্ছতার সমভাবে হয়ে ওঠে জরাজীর্ণ।
তখনই বহু আকাঙ্ক্ষার মাঙ্গলিক শঙ্খ
অসীমের সুখ খোঁজে।
কিন্তু যখন স্বপ্নেও আসে কোনও সুদূরের আহ্বান,
দেহে-মনে অসচেতনেও জাগে শিহরণ!
আর ঘুম ভাঙা বাস্তব তখন কেবলই খোলা জানালার ধারে--
সূর্য খোঁজার চেষ্টায় অস্থির হয়ে ওঠে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন