অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

সোমবার, ৬ জুলাই, ২০২০

অন্তরালে তুমি


অন্তরালে তুমি
=============================
সুজিত কুমার পাল
=============================


বুক জুড়ে শুধু তুমি তুমি ছায়া
শুধু তুমি এই তীরে,
স্বপ্নেরা নামে চোখের পাতায়
একলা থাকা নীড়ে।

ভরা বর্ষার তুমি তুমি গানে
জেগেছে নতুন সুর,
পথ চেয়ে থাকে তৃষিত চাতক
ভরে না অন্তঃপুর।

কবিতার দেশে তুমি তুমি মায়া
চাষ করি বারোমাস,
চেনা শব্দেরা ভিড় করে আস
ভরে ওঠে ক্যানভাস।

ঘর ভরে ওঠে ভিজে ভাবনায়
কণ্ঠে আসে না গান
তবু যদি যাও একবার ছুঁয়ে
যাবে ভরে তুমি তুমি প্রাণ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন