সাকিব জামাল
==============
ইলশে গুড়ি বৃষ্টি ছিলো সেদিন
যেদিন তোমার সাথে প্রথম দেখা হলো,
সবুজ পাতার ফাঁকে লজ্জামাখা কদম
হেসে হেসে ভালোবেসে উঁকি দিয়েছিলো।
প্রাণ ভরে প্রথম দেখায় বেজেছিলো মনে বীণ
ইলশে গুড়ি বৃষ্টি ছিলো সেদিন।।
যেদিন তোমার সাথে প্রথম দেখা হলো,
সবুজ পাতার ফাঁকে লজ্জামাখা কদম
হেসে হেসে ভালোবেসে উঁকি দিয়েছিলো।
প্রাণ ভরে প্রথম দেখায় বেজেছিলো মনে বীণ
ইলশে গুড়ি বৃষ্টি ছিলো সেদিন।।
তারপর, বেশ ঘোরাঘুরি হাতে রেখে হাত
কবিতা-গানে সময় পেরিয়ে সন্ধ্যা নেমে এলো,
বিরহজলে এলো লোনামাখা বিদায়বেলার ক্ষণ
নীড়ের পাখি পথ ভুলে দূরে উড়ে গেলো।
ক্ষণিকের সে ভালোবাসায় আজও আমার ব্যস্ত নিউরন
খুঁজে ফেরে যে সময়টুকু হয়েছে বিলীন।
ইলশে গুড়ি বৃষ্টি ছিলো সেদিন।।
কবিতা-গানে সময় পেরিয়ে সন্ধ্যা নেমে এলো,
বিরহজলে এলো লোনামাখা বিদায়বেলার ক্ষণ
নীড়ের পাখি পথ ভুলে দূরে উড়ে গেলো।
ক্ষণিকের সে ভালোবাসায় আজও আমার ব্যস্ত নিউরন
খুঁজে ফেরে যে সময়টুকু হয়েছে বিলীন।
ইলশে গুড়ি বৃষ্টি ছিলো সেদিন।।
ভুল খোয়াবে তোমার এখন অন্যপথে পা-
আমার মনে, নেই সে বৃষ্টি, উল্টো ঝড়ো হাওয়া!
মিষ্টি মধুর যুগল প্রেমে হেটে চলা পথ
এ জনমে আর হলো না- তাকে ফিরে পাওয়া।
ক্ষণিকের সে ভালোবাসায় আজও আমার ব্যস্ত নিউরন
প্রথম দেখার স্মৃতিকথা রেখেছে অমলিন।
ইলশে গুড়ি বৃষ্টি ছিলো সেদিন।।
আমার মনে, নেই সে বৃষ্টি, উল্টো ঝড়ো হাওয়া!
মিষ্টি মধুর যুগল প্রেমে হেটে চলা পথ
এ জনমে আর হলো না- তাকে ফিরে পাওয়া।
ক্ষণিকের সে ভালোবাসায় আজও আমার ব্যস্ত নিউরন
প্রথম দেখার স্মৃতিকথা রেখেছে অমলিন।
ইলশে গুড়ি বৃষ্টি ছিলো সেদিন।।
আহা দারুণ
উত্তরমুছুন