আছে দুঃখ, আছে মৃত্যু ,বিরহ দহন লাগে
================================
ভাস্কর পাল
===============================
“জীবন আর মরণ তো একই সত্ত্বার দুই দিক- চৈতন্যে ঘুম আর জাগরণ যেমন!” বলেছিলেন কবি রবিন্দ্রনাথ ঠাকুর বাসন্তী দেবীকে তাঁর ১৫ই কার্ত্তিক ১৩৩৮-এ লেখা একটি পত্রে । কবির প্রজ্ঞায় ধরা পড়েছিল মৃত্যু কিন্তু বিলুপ্তি নয়। কবি অনুভব করেছিলেন, মৃত্যুর মধ্যে দিয়েই জীবনের পরিপূর্ণ মুক্তি। সম্পূর্ণ প্রকাশ। পুরানো যা কিছু, তাকে নূতনের জন্য জায়গা করে দিয়ে যেতে হবে। মৃত্যুর সেই দূয়ারেই জীবনের মহাযজ্ঞ। আর মৃত্যুর মধ্যে দিয়েই পরিণতির মাত্রায় প্রকাশিত হয় জীবন, তার পূর্ণতায়!