==============
তুমি
মনে মনে একবার ডাকলেই,
আকাশ জুড়ে মেঘ জমাট বাঁধতে থাকে।
নেমে আসা বৃষ্টির ফোঁটায় ফোঁটায় দ্রাবিত
হয়
নির্লিপ্ত প্রেমের তরজমা
পাতায় পাতায় যৌবন জ্বরে ভিজে
থরথর কাঁপতে থাকে জলজ বৃক্ষ।
চড়াই পেরিয়ে আমি দুই হাত বাড়াই
আমি প্রসারিত হতে হতে
একসময় ছুঁয়ে ফেলতে চাই
আনন্দ আর অচ্ছুতের মাঝে
যা কিছু আছে সব
নিজেকে মিশিয়ে দেই সালংকারা আর বর্ণাঢ্য
কোলাহলে
আমার চারপাশে তৃষ্ণারা জড়িয়ে ধরছে মাটি
হাওয়ার স্রোতে ভাসে প্রমাদহীন জলকনা
ঝড়ে-জলে ডুবে যাবো জেনেও
নিজেই গড়ে নেই নৌবহর
সমুদ্রে ভাসাই তোমার পৃথিবীর এক তৃতীয়াংশ
আর আগুনের মতো সাদা ফেনা
যেখান থেকে দেখা যায়
অস্পষ্ট মেহগিনি আর সীমাহীন এক নিঃশব্দ দিগন্ত
আমি ইচ্ছে করে পাতা উল্টাই ।
রাস্তার ওই ধারে দেখা দিচ্ছে
ভাঙা ভাঙা শব্দের ক্রমাগত বিষ্ময়
এক একটা বাঁকের মুখে ফিরে আসে অনুরাগের
শরাঘাত
আর বৃষ্টির মাধবীলতা সিম্ফনি ।
আকাশ জুড়ে মেঘ তান্ডব আর
ধানক্ষেত জুড়ে ঝড়ের হুটোপুটি সেরে
তুমি বৃষ্টিতে গেলে ভিজে!
তোমার ভেজা চুল!
শেষ বিকেলের রংধনু খবর দিল
গোধূলির সোনা ঝরা রঙে সেজে
তোমার শরীর প্যাপিরাসে দুর্বোধ্য হায়ারোগ্লাফিক!
এই বর্ষার ঋতুতে ঋতু সমুহিত একটি কবিতা উপহার পেলাম আমরা সকলে।
উত্তরমুছুনসুন্দর লেখা
উত্তরমুছুনবাঃ দারুণ লাগল।
উত্তরমুছুনবাঃ দারুণ লাগল
উত্তরমুছুনভালো লাগলো। চমত্কার লাইন : তোমার শরীর প্যাপিরাসে দুর্বোধ্য হায়ারোগ্লাফিক!
উত্তরমুছুনচমৎকার লেখা। ভাস্কর’দা কে শুভেচ্ছা জানাই।
উত্তরমুছুন