বিদিশা চক্রবর্তী
=========================
আজ আমার দুচোখ দিয়ে বৃষ্টি দেখো
ছন্দের রিনিঝিনি বৃষ্টি,
অঝোরে স্মৃতিচারণ করে যাবে
যেমন তুমি পছন্দ করতে
আমার অনর্গল কথার ঝর...
তাকিয়ে থাকতে মুগ্ধ দৃষ্টি জুড়ে..
যেন অপার কৌতূহল ভরা আদুরে মাখানো চোখ,
হাতে হাত ধরে দিগন্ত পথ হাঁটতাম।
পরকাল অব্দি...
অজান্তেই সময় পেরিয়ে দীর্ঘক্ষণে হাটতো।
বৃষ্টিদিনে বৃষ্টি ভিজে ঠাণ্ডা লাগাতাম,
তোমার আদুরে বকা খেতে..
মাঝে মাঝে আমাদের তুমুল তর্ক..
পৃথিবী আধার করে রাখত।
আবারো শ্রাবণের এই অঝোরে ঝরে যাওয়া
বৃষ্টির কলতান তোমায় সেই মুগ্ধতা দেবে
সন্ধ্যার মেঘো মালতিতে তোমার অনুচ্চারিত স্বরলিপি
তোমার পড়ে যাওয়া সিগারেটের শেষ ছায়াটুকু,
আজো বৃষ্টিকে আপন করে নেবে,
শুধু একবার আমার দৃষ্টি দিয়ে দেখো।
Osadharon lekha .
উত্তরমুছুনচমৎকার লেখা। ভালোলাগা শুভেচছা রইলো
উত্তরমুছুনসুন্দর
উত্তরমুছুন