অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

বুধবার, ৫ আগস্ট, ২০২০

শ্রাবণের আমন্ত্রণে




প্রদীপ কুন্ডু
 ==================

আজ শ্রাবণের আমন্ত্রণে
পাঠালাম চিঠি প্রকৃতির আঙিনায়,
শরীর জুড়ে প্লাবন এলো
ভাসালাম প্রেমের তরী অজানা ঠিকানায়।

মেঘের ভেলা বলল হেসে
আসছে শ্রাবণ ঝমঝমিয়ে বৃষ্টি এলো দ্বারে,
টাপুর টুপুর বৃষ্টি নুপুর
মেঘ বালিকা ডাকছে আমায় সঙ্গ দিতে তারে।

দুচোখ জুড়ে ভেজার নেশায়
এমন দিনে থাকবো কেমনে বন্দী আমার ঘরে,
দমকা হাওয়া হটাৎ করে
ভিজিয়ে দিয়ে তাইতো নিল আমায় আপন করে।

1 টি মন্তব্য: