জয়তী দাস
====================
আমার তো নতুন কিছু বলার ছিলোনা -
হয়তো কখনও পৌঁছাতে পারিনি সেই জলডিঙির কাছাকাছি
তোমাকে শুধু ফিরিয়ে দিতে পারি শঙ্খের শব্দে নদীর
অন্যপিঠে -
যেভাবে কাঁটার ভেতরে নরম আলো কাটিয়ে গেলো একটা
দিন
হাওয়ার ভেতরে কথপোকথন ছিলোনা আমাদের, নেই
ইথারের সুর-
তাসের ইমারত, তবুও ছন্দপতন সময়ে দ্বিমাত্রিক চৌতালে
আগলে রাখলো চৌচির !
এখন বরং বৃদ্ধ ছায়ার কাছে বসি, দূরের নৌকা খাঁড়ির চাঁদের
আলোয় -
শীর্ণ হাতের ছোঁয়াচ এঁটো হলেও যেন ভালোলাগে - তেভাগা
রাত জুড়িয়ে চাদর
পাখিদের কোনো বাসা ঠিকানা নেই, উদ্বাস্তু শূন্যতা -
প্রতিদিন গালিচা পেতে রাখেনি পূর্বের পরিচিতা, তবুও কোথায়
অস্থির -
পৌঁছানো হলোনা দুর্ভিক্ষ অন্তরে, মহামারী জড়িয়ে আছে
আজো-
ভুল কাটাকুটি ছিঁড়ে পাঠানো হলোনা ধুলোরঙ
চিঠি
মেঘেরা জানে সব বৃষ্টিশব্দ পৃথিবীতে
পাঠাতে নেই ----
চমৎকার লেখা। ভালোলাগা শুভেচছা রইলো
উত্তরমুছুন