তপনকান্তি মুখার্জি
===========================
খামখেয়ালি মেঘ মাঝেমধ্যেই ঝরিয়ে দিচ্ছে কিছু H2O । ভেজার সম্ভাবনা তৈরি হলেই আমি টইটম্বুর নদী চেয়ে
বসি । ছলাৎছলাৎ শব্দ - যার উপর দিয়ে ভেসে যাবে একটা মন নরম আলোয়। মনের বুকে থাকবে রাত্রির গন্ধ , গভীরে বেদনার অন্ধকার । এই নিয়ে স্মৃতিপটে যতবারই
জল আঁকতে যাই , বৃষ্টি হয়ে ঝরে পড়ে তা । বৃষ্টি নামে । বৃষ্টি মাখি সারা শরীরে । আকাশের দিকে চাইতেই দু ' ফোঁটা জল ভরিয়ে দিল দু ' চোখ । আবছা দেখছি ক্রমশ । জলে ভরে যাচ্ছে চোখদুটো । দু ' ফোঁটা বৃষ্টিতে এতো জল থাকে ?
ভীষণ ভাল লেখা
উত্তরমুছুন