অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

বুধবার, ১২ মে, ২০২১

ফেলে আসাদের ঠিকানা

   
ফেলে আসাদের ঠিকানা
================
কৌশিক দাস
================



ফেলে আসাদের ঠিকানা নেই জানি,

তবুও, চোরা গলিদের মাঝে

খুঁজেছি তাদের আমি...



পাইনি খুঁজে আস্তানা তাদের,

খোঁজেনি তারাও আমায়

এসবের মাঝে

অতীতের পাতায়....

নতুন স্মৃতি রচনা হয়।।

1 টি মন্তব্য:

  1. আপনার প্রাঞ্জল লেখনী আমাদের সমৃদ্ধ করেছে। অন্যমনে সাহিত্য আপনাকে শুভেচ্ছা জানায়।

    উত্তরমুছুন