অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

বুধবার, ১২ মে, ২০২১

গদির লড়হাই

 



গদির লড়হাই
===================
সবিতা বিশ্বাস
===================


যা ধক্কল গ্যেল ক’দিন!

মানুষের প্রাণ নিয়ে ছিনিমিনি খেইল্যে

সিনিমিনি দাদা দিদিরা ইখ্যান ঠান্ডা ঘরে বিছরামে আছ্যেন

মরুকগে মুখ্যু মানুষগুল্যান |

হ’ হামরা মুখ্যুই বঠ্যে! পা ভাঙা দিদিমনি, সাদা দাড়ি দাদাবাবু

হামদের লিয়ে পুতুল লাচ লাচাল

কি আমোদ! ঠান্ডা ঘরে মিটিন সেইরে বিরিয়ানি ভাত খ্যেইয়ে

চারচাকা গাড়ি চেইপ্যে বাবুরা মিছিল কইরল্য

আর হামরা গলায় অক্ত তুইল্যে চেঁচ্যায়ে ঝোপ ঝাড় ঠ্যাঙ্গায়ে, পিচ গলা রাস্তায়

ঝান্ডা কান্ধে চইললম্ ঝাঁঝাঁ রইদ্যে পুঁইড়ত্যে পুঁইড়ত্যে

করোনা রাকসস্ তাল্যে ছিল্যক, খপ কইরে গলা চেইপ্যে ধইরল্য

লে ইবার মর্ | মরছি, হামরা মরছি, অক্সিজেন লাই, হাঁসপাতালে ঠাঁই লাই

দাউ দাউ কইরে চিতা জ্বইলছ্যে, কখনো বা জ্বইলছ্যে না কাঠের অভাব্যে

শেয়াল কুকুর ছিঁইড়ে ছিঁইড়ে খাইচ্ছ্যে আধপড়া মানুষগুল্যানের শরীল

টিবিতে দেখাইছ্যে, খপরের কাগজ অলারা ছবি তুইলছ্যে

গদিতে বোইস্যে সোব মজাক উড়াইছ্যে

সিনিমিনি দাদা দিদি লেতা মন্তিরি উয়াদের কথা আলেদা

উয়াদের লেইগ্যে ইসপেসল ব্যবস্থা, মুবাইলে হেলো বুললেই সোব হেইল্যে যায়

অক্সিজেন, অম্বুলেন সোব ঘরের দোরে লাইন দেয়

উয়ারা ইক্ষণ হিসাব কইরত্যে ব্যস্ত, গদিট’র দখল লিতে পাইরল্যে ইবারকার মত খেল্যা শেষ

হা-হা- হা- খেল্যা এতো সহজ্যে কি কোইরে শেষ হব্যে বাবু?

ইবার পালা হামদের, হামরা খেল্যা দিখ্যাবো, এই মরা মানুষগুলান খিল্যা দিখ্যাবে

হুঁই দেখ্ চিতা জ্বইলছ্যে, শ্মশান, খেলার মাঠ, গ্যারাজ সোব গিলে লিয়েছে চিতার আগুন,

ইবার তুদের পালা, আইসছ্যে সে আইসছ্যে

রাইত্যের আঁধারে যিমন কইরে তুরা বস্তিতে আগুন লাগাস

তিমন কইরে আগুন লাইগব্যে তুদের ঘরে, পুড়ে খাক্ হয়ে যাবে গদি

লে মর্ ইবার ঝলসানো গদি লিয়ে কাড়াকাড়ি কোইরে

লে উঠ্ লাশের সিঁড়ির পরে পা দিয়ে ঝলসানো গদির পরে

উঠ্ দিদিমনি উঠ্

উঠ্ দাদাবাবু উঠ্

স্যাঙ্গাত্ প্যাঙাত্ একটুক্ ঠ্যেল্যা দে না কেন্যে

এই যাঃ সব পলায়ছ্যে!

কিন্তুক পল্যাবি কুথায়?

চিতার আগুন তুদের কারুকে ছাইড়ব্যাক লাই

কারুক্কে লাই |

1 টি মন্তব্য:

  1. আপনার প্রাঞ্জল লেখনী আমাদের সমৃদ্ধ করেছে। অন্যমনে সাহিত্য আপনাকে শুভেচ্ছা জানায়।

    উত্তরমুছুন