ধ্বংস মাঝে যত্নে রেখো
==================
তমালী বন্দ্যোপাধ্যায়
==================
যত্নে রেখো ঘরবাড়ি আর শখের বাগান।
যত্নে রেখো ফুলপাখি, গাছ,পোষ্য প্রাণী।
যত্নে রেখো প্রিয় জিনিস।
যত্নে রেখো নিজের শরীর... নিজের এ মন।
যত্নে রেখো নিজের বিবেক... মনের আবেগ।
যত্নে রেখো সম্পর্কের মধুর ধারা।
যত্ন রেখো প্রিয়জনের।
যত্নে রেখো বন্ধু, স্বজন কাছের, দূরের।
যত্নে রেখো মুখের ভাষা, মন চেতনা।
যত্নে রেখো নিজের দেশ
আর যত্নে থাকুক দেশের মানুষ।
যত্নে রেখো তোমার ঋজু শিরদাঁড়া,
আর যত্নে রেখো ধ্বংস মাঝে সৃষ্টি চারা।
শুধু যত্ন যেন না পায় দেখো মানুষখেকো দাঙ্গা -বিবাদ।
যত্ন যেন না পায় দেখো হতচ্ছাড়া লোভ,লালসা।
যত্ন যেন না পায় দেখো অবিশ্বাসী মিথ্যা,ঘৃণা।
বরং সেসব ধ্বংস করো... ধ্বংস করো।
ধ্বংস করো মনের যত মলিনতা।
ধ্বংস করো হিংসা মাখা নৃশংসতা।
ধ্বংস করো... বরং সেসব ধ্বংস করো।
এসো না'হয় যত্নে রাখি এই পৃথিবীর সবুজ সতেজ।
যত্ন দিয়ে, ভালোবাসা, সৌহার্দ্যর বন্ধনে আজ এসো আমরা আগলে রাখি
এক পৃথিবী তোমার, আমার।
ধ্বংস মাঝে যত্নে রাখি এক পৃথিবী তোমার, আমার।।
অনবদ্য এবং খুবই প্রাসঙ্গিক।মন ছুঁয়ে গেল।
উত্তরমুছুনআন্তরিক ধন্যবাদ
মুছুনআপনার প্রাঞ্জল লেখনী আমাদের সমৃদ্ধ করেছে। অন্যমনে সাহিত্য আপনাকে শুভেচ্ছা জানায়।
উত্তরমুছুনআন্তরিক ধন্যবাদ
মুছুন