মস্করা
===================
সুতনু হালদার
===================
বাতাস আমাকে চেনে না, আমি চিনেছিলাম
ঈশ্বরও আমাকে চেনে না, আমি চিনেছিলাম
তারপর থেকেই আত্মবিশ্বাস
ফল্গু থেকে খরস্রোতা
প্রশ্বাসের থেকে বিশ্বাসী যেসব
কনে দ্যাখা আলো থাকে
তাদের সমাবর্তনে তোমার ফোন আসত
কেন আসত, সেই সময় সেটা কখনো ভেবে দেখিনি!
এখন দিনের শেষ, কণ্ঠের মিষ্টতা এখন তলানিতে;
এই সময় হিসেবের গরমিল আবার নতুন করে
মেলাতে গিয়ে পুরানো লগ্নিকে জাগিয়ে তুলি...
হিসেব আর জীবন--
গাণিতিকভাবে ব্যস্তানুপাতিক হয়ে
===================
সুতনু হালদার
===================
বাতাস আমাকে চেনে না, আমি চিনেছিলাম
ঈশ্বরও আমাকে চেনে না, আমি চিনেছিলাম
তারপর থেকেই আত্মবিশ্বাস
ফল্গু থেকে খরস্রোতা
প্রশ্বাসের থেকে বিশ্বাসী যেসব
কনে দ্যাখা আলো থাকে
তাদের সমাবর্তনে তোমার ফোন আসত
কেন আসত, সেই সময় সেটা কখনো ভেবে দেখিনি!
এখন দিনের শেষ, কণ্ঠের মিষ্টতা এখন তলানিতে;
এই সময় হিসেবের গরমিল আবার নতুন করে
মেলাতে গিয়ে পুরানো লগ্নিকে জাগিয়ে তুলি...
হিসেব আর জীবন--
গাণিতিকভাবে ব্যস্তানুপাতিক হয়ে
আপনার প্রাঞ্জল লেখনী আমাদের সমৃদ্ধ করেছে। অন্যমনে সাহিত্য আপনাকে শুভেচ্ছা জানায়।
উত্তরমুছুন