অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

বুধবার, ১২ মে, ২০২১

আলোর সন্ধানে

 

 

আলোর সন্ধানে
================
পাভেল আমান
================



নিস্তব্ধ হতাশার মাঝখানে

গুটি গুটি পায়ে

হাঁটতে আছে আমার সত্তা

খেয়ালী মনের ঘোর কাটিয়ে

আলোর সন্ধানে

সাগ্রহে উন্মুখ অন্তঃস্থ চেতনা

বিঘ্নতার চোরাবালিতে

অসহায় অবস্থায় প্রতীক্ষারত

মননের সংবেদনশীলতা

উত্তরণের হাতছানিতে

প্রত্যাশার পারদ চড়িয়ে

বিস্ফারিত দৃষ্টিতে দেখতে আছি

জীবনের ওঠাপড়া

ইচ্ছে অনিচ্ছের চৌহদ্দিতে

ক্রমশ অবরুদ্ধ

চলমানতার বিবিধ পর্যায়

নৈরাশ্যের বাঁধন মাড়িয়ে

জাগ্রত মনোবলের বরাভয়ে

জীবন সত্তার জাগরণ।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন