রূপকথারা আজো বেঁচে আছে
====================
শঙ্কর ঘোষ(অমর)
====================
ছোটবেলায় ঠাকুমা ঠাকুর্দার কাছে শুনতাম রূপকথার গল্প,
সব না হলেও মনে আছে তার অল্প স্বল্প।
ব্যঙ্গমা ব্যঙ্গমী রাক্ষস খোক্ষসের গল্প ঠাকুমার ঝুলি,
মনোযোগ দিয়ে শুনতাম মুখে বের হতনা বুলি।
মাঝে মধ্যে ভূত প্রেতের গল্পও শোনাতেন তারা,
সেসব রূপকথার গল্প আজো মনকে দেয় নাড়া।
পক্ষীরাজের ঘোড়ায় চেপে রাজপুত্র যেতেন অচিন পুরে,
ঘোড়ায় চড়িয়ে রাজকন্যাকে আনতেন দীর্ঘ পথ ঘুরে।
রূপকথার গল্প শুনে শিশুমনে জাগত ভীষণ মজা,
সেসব গল্প পায়না শুনতে আজকের তিন্নি ভজা।
রূপকথার গল্প শুনিয়ে মা ঘুম পারাতেন শিশুকে,
এগল্পও শোনাতেন মা কারা ক্রশবিদ্ধ করেছিল যীশুকে।
স্কুলের পাঠ্য বইয়ে পড়তাম আমরা ঈশপের গল্প,
আজকের মোবাইল শিশুরা এসব পড়ে খুবই অল্প।
রামায়ণ মহাভারতের গল্পও শুনতাম আমরা মন দিয়ে,
শুনে রাগতাম রাবণ যখন সীতাকে যেত নিয়ে।
আবোলতাবোল আব্দুল মাঝির গল্প এখনো মনে আছে,
মনে আছে কেমনে কালিদাস ডাল কাটত গাছে।
রূপকথার সেসব গল্পগুলো হয়ে যাচ্ছে ধ্বংস,
আজো রয়েছে রাবণ কংস হয়নি তারা নির্বংস।
====================
শঙ্কর ঘোষ(অমর)
====================
ছোটবেলায় ঠাকুমা ঠাকুর্দার কাছে শুনতাম রূপকথার গল্প,
সব না হলেও মনে আছে তার অল্প স্বল্প।
ব্যঙ্গমা ব্যঙ্গমী রাক্ষস খোক্ষসের গল্প ঠাকুমার ঝুলি,
মনোযোগ দিয়ে শুনতাম মুখে বের হতনা বুলি।
মাঝে মধ্যে ভূত প্রেতের গল্পও শোনাতেন তারা,
সেসব রূপকথার গল্প আজো মনকে দেয় নাড়া।
পক্ষীরাজের ঘোড়ায় চেপে রাজপুত্র যেতেন অচিন পুরে,
ঘোড়ায় চড়িয়ে রাজকন্যাকে আনতেন দীর্ঘ পথ ঘুরে।
রূপকথার গল্প শুনে শিশুমনে জাগত ভীষণ মজা,
সেসব গল্প পায়না শুনতে আজকের তিন্নি ভজা।
রূপকথার গল্প শুনিয়ে মা ঘুম পারাতেন শিশুকে,
এগল্পও শোনাতেন মা কারা ক্রশবিদ্ধ করেছিল যীশুকে।
স্কুলের পাঠ্য বইয়ে পড়তাম আমরা ঈশপের গল্প,
আজকের মোবাইল শিশুরা এসব পড়ে খুবই অল্প।
রামায়ণ মহাভারতের গল্পও শুনতাম আমরা মন দিয়ে,
শুনে রাগতাম রাবণ যখন সীতাকে যেত নিয়ে।
আবোলতাবোল আব্দুল মাঝির গল্প এখনো মনে আছে,
মনে আছে কেমনে কালিদাস ডাল কাটত গাছে।
রূপকথার সেসব গল্পগুলো হয়ে যাচ্ছে ধ্বংস,
আজো রয়েছে রাবণ কংস হয়নি তারা নির্বংস।
আপনার প্রাঞ্জল লেখনী আমাদের সমৃদ্ধ করেছে। অন্যমনে সাহিত্য আপনাকে শুভেচ্ছা জানায়।
উত্তরমুছুন