অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

বুধবার, ১২ মে, ২০২১

অস্বস্তি

 


অস্বস্তি
================
বিধর্না মজুমদার
================



তুচ্ছ ব্যথা আটকে আছে,

যেন চোরাবালি

হাজার বার না হোক

একবারের ক্ষতেই

আক্রান্ত হাজার নয় লক্ষবার!

কুরে কুরে খাচ্ছে অস্বস্তি।

নির্বোধ আমি

রামধনুর প্রেমে বিশ্বাসী।

আমার জীবন সাদামাটা,

রোজ দাবার ইতিহাসে

আবদ্ধ থাকে।

পরিশ্রান্ত হয়েও ক্লান্ত নই!

শুধুই অস্বস্তির ছায়ায় ভুগছি।।






1 টি মন্তব্য:

  1. আপনার প্রাঞ্জল লেখনী আমাদের সমৃদ্ধ করেছে। অন্যমনে সাহিত্য আপনাকে শুভেচ্ছা জানায়।

    উত্তরমুছুন