মহাযাত্রা
===============
পূরবী শাসমল
===============
হেঁটে চলেছিল ওরা,
অবিরাম, ক্লান্তিহীনভাবে।
টলোমলো পায়ে ক্লান্ত শিশুটিও
তাল মিলিয়ে চলেছিল মা,বাবার সাথে।
জঠরে সর্বগ্রাসী ক্ষুধার অনল
আর রৌদ্রতপ্ত ধুলামলিন চেহারা,
তবুও হাজার মাইল পথ
পেরিয়ে চলেছিল ওরা।
রৌদ্রতাপে গলে যাওয়া পিচ
তাদের মনে করাচ্ছিল সীতার অগ্নিপরীক্ষা,
আর এ পরীক্ষা ছিল তাদের
জীবন অথবা মরনের পরীক্ষা।
টলোমলো পায়ে হেঁটেচলা
ক্লান্ত শিশুটির মনে
কোনও অদূর ভবিষ্যৎ বা
কল্পলোকের ছবি ভেসে ওঠেনি।
কিন্তু তার ক্ষুধাকাতর মলিন মুখখানি
শিশুটির মাকে মনে করিয়েছিল
সযত্নে গড়ে তোলা ফেলে আসা
ছোট্ট সংসারটির ছবি।
শিশুটির পিতার চােখে তখন ভাসছে
ভাতের সুবাস,শস্যশ্যামল মাঠের ছবি
এমনই কত সুখসপ্ন,ফেলে আসা
নিরাপদ আশ্রয়ের প্রতিছবি।
হাজারো ব্যাস্ততার,ক্লান্তির ঢেউ
পিছনে ফেলে একটু বিশ্রাম,
আর এই কস্টকর পথশ্রমের অবসান।
আপনার প্রাঞ্জল লেখনী আমাদের সমৃদ্ধ করেছে। অন্যমনে সাহিত্য আপনাকে শুভেচ্ছা জানায়।
উত্তরমুছুন