সেকুলারিজম
====================
শিশির দাসগুপ্ত
====================
একটা সাপের সঙ্গে বাস করছি দীর্ঘসময়
ছ' মাসের চুক্তিতে, শীতে ও থাকবে কোটরে, গ্রীষ্মে আমি
অন্যান্য আরও কিছু অলিখিত চুক্তি আছে,
যেমন আমি চুপচাপ থাকবো, দল পাকাবো না
কঠোর ক্ষিধেতেও পেট ফুলিয়ে বলবো--
এই তো, এই দ্যাখো, পেটের হাল, পেটভরা
সাপটির লকলকে জিভ দেখেও বলেছি--
অহিংসা পরম ধর্ম, আমাদের কোটরের শিক্ষা
অন্যান্য সাপেদের থেকে ও আমাকে বাঁচিয়ে রাখতো
ক্রুর চোখে তাকিয়ে যেন বলে--
এই দ্যাখ,অহিংসার আদর কাকে বলে
একটু একটু করে শেষ হচ্ছি আমি, তবু ভাবি
এভাবেই থাকতে হয়, চুক্তি চুক্তিই হয়
পর্দার আড়ালে গিয়ে অভদ্র হয়ে নিজেকে বলি --
বিশ্বাসী হও, কারো বড় শরীর,বড় গুহা,জমি দেখে হিংসে করো না, তুমিও করতে শেখো
তার চেয়েও আগে নিজেকে বোঝাও
এভাবেই বেঁচে থাকাকে বলে একতাবদ্ধ দেশ
এখানে হিংসা-অহিংসার সহাবস্থান
এই সংবিধানের নিয়মে আমরাই সেকুলার
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন