অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

বুধবার, ১২ মে, ২০২১

একটি গদ্যকবিতা

 

 

একটি গদ্যকবিতা
=================
তপনকান্তি মুখার্জি
=================


অনেকগুলো প্রতিশ্রুতি জড়ো হয়েছে ।

ভোট চাইতে এসে জোড়হাতে দরজায় দাঁড়িয়ে

প্রতিশ্রুতির বন্যা বহালে , আমি সেগুলো জড়ো করি ।

বেঁচে থাকার শখ যে খুব ।

এগুলো যেন এক একটা মহার্ঘ্য মোহর ।

পরম যত্নে বাছতে বসি ।

শেষে বুঝি এগুলো অমূলক কিছু লেনদেন ।

পোশাক বদলের মতো মানুষ বদলায় ,

বদলায় তাদের মুখ , তাদের প্রতিশ্রুতি ।

সময় অনেককিছু শিক্ষা দেয় ।

শেষমেশ প্রতিশ্রুতিগুলো টুকরো টুকরো করে

ছুঁড়ে দি জীবন থেকে ।

জীবনকে ধ্বংস করে লাভ কী ?

জীবন যে অনেক দামি ।













1 টি মন্তব্য:

  1. আপনার প্রাঞ্জল লেখনী আমাদের সমৃদ্ধ করেছে। অন্যমনে সাহিত্য আপনাকে শুভেচ্ছা জানায়।

    উত্তরমুছুন