অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

বুধবার, ১২ মে, ২০২১

ছাপ রেখে তবেই না

 



ছাপ রেখে তবেই না
===============
লিপি সেনগুপ্ত
===============



ডাকলেই সাড়া দেব না

জনশূন্য মাঠ

এদিক ওদিকে তবু শনশনে নাভিশ্বাস


ডাকছে কে ?

বটপাতার গায়ে পোড়া রোদ

ঝুরি বেয়ে ঘাম

এত কিছুর পরেও স্থানুবৎ

জলসত্র রেখে গেছে কেউ


কে ডাকছে?

শূন্যের ডাক এত সোচ্চার

আগে গলা বুক ভিজুক

মাটিও ভিজুক

ছাপ রেখে তবেই না যেতে হয়—

৩টি মন্তব্য: