ছাপ রেখে তবেই না
===============
লিপি সেনগুপ্ত
===============
ডাকলেই সাড়া দেব না
জনশূন্য মাঠ
এদিক ওদিকে তবু শনশনে নাভিশ্বাস
ডাকছে কে ?
বটপাতার গায়ে পোড়া রোদ
ঝুরি বেয়ে ঘাম
এত কিছুর পরেও স্থানুবৎ
জলসত্র রেখে গেছে কেউ
কে ডাকছে?
শূন্যের ডাক এত সোচ্চার
আগে গলা বুক ভিজুক
মাটিও ভিজুক
ছাপ রেখে তবেই না যেতে হয়—
===============
লিপি সেনগুপ্ত
===============
ডাকলেই সাড়া দেব না
জনশূন্য মাঠ
এদিক ওদিকে তবু শনশনে নাভিশ্বাস
ডাকছে কে ?
বটপাতার গায়ে পোড়া রোদ
ঝুরি বেয়ে ঘাম
এত কিছুর পরেও স্থানুবৎ
জলসত্র রেখে গেছে কেউ
কে ডাকছে?
শূন্যের ডাক এত সোচ্চার
আগে গলা বুক ভিজুক
মাটিও ভিজুক
ছাপ রেখে তবেই না যেতে হয়—
ভীষণ ভালো লাগল...
উত্তরমুছুনখুব খুব আনন্দ 🙏
মুছুনআন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা 🙏
উত্তরমুছুন