ঘোড়ামারার মোরশেদ আলম
=========================
সবিতা বিশ্বাস
=========================
পেন্নাম বাবুরা
আমি মোরশেদ আলম, নিবাস ঘোড়ামারা
কদিন ধরে টিভিতে আমাদের গেরামের ছবি দেখাচ্ছে
খপরের কাগজে আমাদের ছবি ছাপাচ্ছে
বুক চাপড়ে হা-হুতোশ করছি আমরা একটু খাবার জলের জন্যি
জলেই বাস আমাদের তবুও এক ঢোক ভালো জলের অভাবে
আমিনা বেসরার কোলের ছেলে চোখ বুজলো চেরকালের মত
আবার পচা জল খেয়ে সুভাষের বাবা স্বগ্গে গেল ভেদবমি হয়ে
আমাদের এখন খুব দর গো বাবু, খুব দর
ওই ঝড় ইয়াস না যশ ওর কারণে আমরা মান্যিগন্যি হয়ে গিইছি
অবিশ্যি নামটা তো ফেলনা নয়, সেই কোন্ কালে
সাহেবের ঘোড়ারে সোঁদরবনের বাঘে খেয়িছিল
তখন থেকেই সক্কলকার মুখি মুখি আমাদের গেরামের নাম
সেই গেরামের আজ কি হাল!
আপনেরা বলেন, ‘জলই জেবন’
কিন্তু আমি কি বলি জানেন, জলই মরণ
আমাদের গাঁয়ের অজয় নস্কর, মানুষের মত মানুষ ছিল একখানা
জলের ছলাত্ ছলাত্ শুনে কবতে লিখত, গান বাঁধত
সেই অজয় এখন আর কথা বলেনা
সর্বনাশী, রাক্ষুসী মুড়িগঙ্গা এক রাতের মধ্যে অজয়ের গোলা ভরা ধান
পানের বরজ,বাপ ঠাকুরদার ভিটে সব গিলে খেয়েছে
সতীশমাস্টার বলে পালা, পালা | সময় থাকতে পালিয়ে যা বাপ
লোহাচরা যেমন হারিয়ে গিয়েছে, হারিয়ে গিয়েছে আরো কত কত দ্বীপ
তেমনি করে ঘোড়ামারাকেও খেয়ে ফেলবে মুড়িগঙ্গা
জল এগোয় আমরা পেছুই, জল এগোয় আমরা পেছুই
পেছুতে পেছুতে ঝপাস্
খুব বেশি হলে আর দুটো বছর
আবার যদি আয়লা আমফান ইয়াসের মত একখান ঝড় আসে
তবে তো হয়েই গেল!
শেষবারের মত রিপোট লেখবেন আপনারা
তারপর ইতিহাস, ভূগোল বইয়ের পাতায় ঠাঁই হবে আমাদের
ইস্কুলির ছেলেমেয়েরা সন্ঝেবেলা বিজলিবাতির আলোয় দুলে দুলে পড়বে
দুধের সর চাল, মিঠেপাতি পান আর পেত্থম টেলিগ্রাফ অফিসের তিনতলা
বাড়ির জন্যি বিখ্যাত ঘোড়ামারা দ্বীপ
পাঁচহাজার মানুষ, জমি জিরেত, পুকুর, ইস্কুল, হাট বাজার
সব নিয়ে হঠাত্ করেই একদিন হারিয়ে গিয়েছে পিত্থিমি থেকে
তার জন্যি শুধু জল, বাতাসই যে দায়ী তা না
আপনাদের মত বড় বড় পন্ডিত, ইঞ্জিনিয়ার, সরকার
যারা বছরের পর বছর শুধু চিঠি চাপাটি করেছেন
পিলান করেছেন কিন্তু বোল্ডার ফেলেননি
তারাও সমান দায়ী
মনে রাখবেন বাবুরা এর জন্যি মহাকালের কাছে
একদিন জবাবদিহি করতি হবে আপনাদের
ঠিকমতো উত্তর দিতি না পারলি আমার হাসিনার মত
বড় বড় গোল্লা পেয়ে ফেল হবেন বাবুরা
এক্কেবারে ডাহা ফেল |
=========================
সবিতা বিশ্বাস
=========================
পেন্নাম বাবুরা
আমি মোরশেদ আলম, নিবাস ঘোড়ামারা
কদিন ধরে টিভিতে আমাদের গেরামের ছবি দেখাচ্ছে
খপরের কাগজে আমাদের ছবি ছাপাচ্ছে
বুক চাপড়ে হা-হুতোশ করছি আমরা একটু খাবার জলের জন্যি
জলেই বাস আমাদের তবুও এক ঢোক ভালো জলের অভাবে
আমিনা বেসরার কোলের ছেলে চোখ বুজলো চেরকালের মত
আবার পচা জল খেয়ে সুভাষের বাবা স্বগ্গে গেল ভেদবমি হয়ে
আমাদের এখন খুব দর গো বাবু, খুব দর
ওই ঝড় ইয়াস না যশ ওর কারণে আমরা মান্যিগন্যি হয়ে গিইছি
অবিশ্যি নামটা তো ফেলনা নয়, সেই কোন্ কালে
সাহেবের ঘোড়ারে সোঁদরবনের বাঘে খেয়িছিল
তখন থেকেই সক্কলকার মুখি মুখি আমাদের গেরামের নাম
সেই গেরামের আজ কি হাল!
আপনেরা বলেন, ‘জলই জেবন’
কিন্তু আমি কি বলি জানেন, জলই মরণ
আমাদের গাঁয়ের অজয় নস্কর, মানুষের মত মানুষ ছিল একখানা
জলের ছলাত্ ছলাত্ শুনে কবতে লিখত, গান বাঁধত
সেই অজয় এখন আর কথা বলেনা
সর্বনাশী, রাক্ষুসী মুড়িগঙ্গা এক রাতের মধ্যে অজয়ের গোলা ভরা ধান
পানের বরজ,বাপ ঠাকুরদার ভিটে সব গিলে খেয়েছে
সতীশমাস্টার বলে পালা, পালা | সময় থাকতে পালিয়ে যা বাপ
লোহাচরা যেমন হারিয়ে গিয়েছে, হারিয়ে গিয়েছে আরো কত কত দ্বীপ
তেমনি করে ঘোড়ামারাকেও খেয়ে ফেলবে মুড়িগঙ্গা
জল এগোয় আমরা পেছুই, জল এগোয় আমরা পেছুই
পেছুতে পেছুতে ঝপাস্
খুব বেশি হলে আর দুটো বছর
আবার যদি আয়লা আমফান ইয়াসের মত একখান ঝড় আসে
তবে তো হয়েই গেল!
শেষবারের মত রিপোট লেখবেন আপনারা
তারপর ইতিহাস, ভূগোল বইয়ের পাতায় ঠাঁই হবে আমাদের
ইস্কুলির ছেলেমেয়েরা সন্ঝেবেলা বিজলিবাতির আলোয় দুলে দুলে পড়বে
দুধের সর চাল, মিঠেপাতি পান আর পেত্থম টেলিগ্রাফ অফিসের তিনতলা
বাড়ির জন্যি বিখ্যাত ঘোড়ামারা দ্বীপ
পাঁচহাজার মানুষ, জমি জিরেত, পুকুর, ইস্কুল, হাট বাজার
সব নিয়ে হঠাত্ করেই একদিন হারিয়ে গিয়েছে পিত্থিমি থেকে
তার জন্যি শুধু জল, বাতাসই যে দায়ী তা না
আপনাদের মত বড় বড় পন্ডিত, ইঞ্জিনিয়ার, সরকার
যারা বছরের পর বছর শুধু চিঠি চাপাটি করেছেন
পিলান করেছেন কিন্তু বোল্ডার ফেলেননি
তারাও সমান দায়ী
মনে রাখবেন বাবুরা এর জন্যি মহাকালের কাছে
একদিন জবাবদিহি করতি হবে আপনাদের
ঠিকমতো উত্তর দিতি না পারলি আমার হাসিনার মত
বড় বড় গোল্লা পেয়ে ফেল হবেন বাবুরা
এক্কেবারে ডাহা ফেল |
আপনার প্রাঞ্জল লেখনী আমাদের সমৃদ্ধ করেছে। অন্যমনে সাহিত্য আপনাকে শুভেচ্ছা জানায়।
উত্তরমুছুন