অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

বুধবার, ১২ মে, ২০২১

প্রস্থানে আর্তনাদ

   
প্রস্থানে আর্তনাদ
================
অঙ্কন গুচ্ছাইত
================


একটি গ্রাম ছিল তার নাম “নন্দীগ্রাম”

ধ্বংসের ঘুর্ণি ঝড়ে হলো বিলীন ।



অক্সিজেনে সন্ত্রাস রেণুর মিশ্রণ

গ্রাসে হৃদয় খান্-খান্

বাহারি “হাই-ব্রীড্ বীজের” হলো রোপন ।



ভয়াবহ জ্বালায় জ্বলল মনের গহীন

আজও ফিরে পায়নি বিশুদ্ধ জল হাওয়া

অঙ্কুরিত বীজ শুকিয়ে ওখানেই খাক্ !



শুধুই আর্তনাদ...........

কান পেতে দেখো — শুনতে পাবে....মৃদু স্বরে

শুধুই আর্তনাদ.............

— — — — শুধুই আর্তনাদ !!

২টি মন্তব্য:

  1. আপনার প্রাঞ্জল লেখনী আমাদের সমৃদ্ধ করেছে। অন্যমনে সাহিত্য আপনাকে শুভেচ্ছা জানায়।

    উত্তরমুছুন