ধ্বংসের রূপকথা
=================
অভিষেক ঘোষ
=================
কাদা-মাটির একটা ময়ূর বানিয়ে, বসিয়ে ছিলাম,
ঝুলন্ত এক শান্ত, সবুজ উপত্যকার কিনারে ।
যতক্ষণ চেয়ে ছিলাম, পরিবর্তন দেখি নি কিছুই !
তারপর কখন যেন, চোখ জুড়ে ঘুম এসেছিল !
চোখ মেলতেই দেখি, মাটির ময়ূর
উল্লাসে দু-দিকে পাখা মেলেছে ।
কিন্তু দশ-দিকে তার বিষধর সাপ ! দংশনে উদগ্রীব !
দু-পায়ের ধারালো নখে আর
বাঁকানো ভয়াল ঠোঁটে, ময়ূরটা লড়ে চলেছে !
তার 'প'ড়ে পাওয়া চোদ্দ আনা'-র জীবনের জন্য ।
আমি শুধু বিষণ্ন ব্যাকুলতায়
হারা-জেতার হিসেব কষি,
আর অনুভব করি, আমাদের সৃষ্টির প্রতি,
বিধাতার মতোই আমরা ক্রমশ আগ্রহ হারিয়ে ফেলি ।
=================
অভিষেক ঘোষ
=================
কাদা-মাটির একটা ময়ূর বানিয়ে, বসিয়ে ছিলাম,
ঝুলন্ত এক শান্ত, সবুজ উপত্যকার কিনারে ।
যতক্ষণ চেয়ে ছিলাম, পরিবর্তন দেখি নি কিছুই !
তারপর কখন যেন, চোখ জুড়ে ঘুম এসেছিল !
চোখ মেলতেই দেখি, মাটির ময়ূর
উল্লাসে দু-দিকে পাখা মেলেছে ।
কিন্তু দশ-দিকে তার বিষধর সাপ ! দংশনে উদগ্রীব !
দু-পায়ের ধারালো নখে আর
বাঁকানো ভয়াল ঠোঁটে, ময়ূরটা লড়ে চলেছে !
তার 'প'ড়ে পাওয়া চোদ্দ আনা'-র জীবনের জন্য ।
আমি শুধু বিষণ্ন ব্যাকুলতায়
হারা-জেতার হিসেব কষি,
আর অনুভব করি, আমাদের সৃষ্টির প্রতি,
বিধাতার মতোই আমরা ক্রমশ আগ্রহ হারিয়ে ফেলি ।
আপনার প্রাঞ্জল লেখনী আমাদের সমৃদ্ধ করেছে। অন্যমনে সাহিত্য আপনাকে শুভেচ্ছা জানায়।
উত্তরমুছুন