অন্ধকার
==============
কৌশিক চক্রবর্ত্তী
==============
চলো সেই দুপুরের মাঝে অস্ত্র গোছাই
ভেঙে যাক গরীবের যত নীলচে গারদ
অপরাধ কারা গুনছে সে বন্ধঘরেও
শত ভিড় ঠেলে কেউ এসে ঢালবে পারদ।
অজুহাত তবু নেই কিছু মনকেমনের
কথা দাও তুমি চাইবে না ঘর, মনিবের
যদি তাও ভাঙে ইট, আধুনিক ইমারত
চোখে পড়বে না তার ছবি সেই পাঁচিলের।
শুনে আঁকবে যে কেউ ছায়াপথ অবিরাম
ডুবে যাক স্মৃতি সব অধিকার দমনের
ঝরে পড়বে সে দিন যত অন্ধকারেও
গলিপথ হিসেবের মত সর্বজনের।
গড়ে উঠবে পাঁচিল তবু নির্মীয়মান
ভেঙে অন্ধকারের ছবি জমবে আলোর
যত বস্তি মানুষ এসে ধরবে সে দাম
যতদূর দেখা যায় মিছিলেও মাথা তোর।
==============
কৌশিক চক্রবর্ত্তী
==============
চলো সেই দুপুরের মাঝে অস্ত্র গোছাই
ভেঙে যাক গরীবের যত নীলচে গারদ
অপরাধ কারা গুনছে সে বন্ধঘরেও
শত ভিড় ঠেলে কেউ এসে ঢালবে পারদ।
অজুহাত তবু নেই কিছু মনকেমনের
কথা দাও তুমি চাইবে না ঘর, মনিবের
যদি তাও ভাঙে ইট, আধুনিক ইমারত
চোখে পড়বে না তার ছবি সেই পাঁচিলের।
শুনে আঁকবে যে কেউ ছায়াপথ অবিরাম
ডুবে যাক স্মৃতি সব অধিকার দমনের
ঝরে পড়বে সে দিন যত অন্ধকারেও
গলিপথ হিসেবের মত সর্বজনের।
গড়ে উঠবে পাঁচিল তবু নির্মীয়মান
ভেঙে অন্ধকারের ছবি জমবে আলোর
যত বস্তি মানুষ এসে ধরবে সে দাম
যতদূর দেখা যায় মিছিলেও মাথা তোর।
অনেক ধন্যবাদ। পত্রিকার জন্য অনেক শুভকামনা।
উত্তরমুছুন