বিছানা
============
দীপঙ্কর সরকার
============
শুয়ে আছি ঘাসের গালিচায় বিধ্বস্ত ফেনিল
জীবনের সব রং ফিকে হয়ে দেখি ক্রমশ তা
হয়েছে একান্ত অর্বাচীন ।
এলোমেলো চিন্তা যত মুহূর্তে গ্রাস করছে আহত
শরীর , বিষাদময়তায় ডুবে যাচ্ছি ডুবে যাচ্ছে
হৃদয় সর্পিল ।
দুঃখ এড়াব বলে যাতনা ভুলতে কিছুটা সময়
সবুজ শয্যায় এলিয়ে দিয়েছি গা যেন এক
অন্তিম আশ্রয় ।
============
দীপঙ্কর সরকার
============
শুয়ে আছি ঘাসের গালিচায় বিধ্বস্ত ফেনিল
জীবনের সব রং ফিকে হয়ে দেখি ক্রমশ তা
হয়েছে একান্ত অর্বাচীন ।
এলোমেলো চিন্তা যত মুহূর্তে গ্রাস করছে আহত
শরীর , বিষাদময়তায় ডুবে যাচ্ছি ডুবে যাচ্ছে
হৃদয় সর্পিল ।
দুঃখ এড়াব বলে যাতনা ভুলতে কিছুটা সময়
সবুজ শয্যায় এলিয়ে দিয়েছি গা যেন এক
অন্তিম আশ্রয় ।
আপনার প্রাঞ্জল লেখনী আমাদের সমৃদ্ধ করেছে। অন্যমনে সাহিত্য আপনাকে শুভেচ্ছা জানায়।
উত্তরমুছুন