অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

বুধবার, ১২ মে, ২০২১

আত্মার পদাবলী

   
আত্মার পদাবলী
====================
বিকাশ চন্দ
====================



রক্তক্ষরা সময় দেখেছে সকালের সকল প্রবাসী আলো

গাঙচিল ভেজা ডানায় ডেকে যায় গলায় সাত সমুদ্র সুর

ছড়িয়ে ছিটিয়ে সকল স্বপ্ন সুখ ছেঁড়ে শকুনের স্নায়ু রোগ

সকল ত্যাগের শরীর রঙে কী ভীষণ শাসকের চোখ

অশোক সময় কাল নয় জেনেও অশ্রু হীন চোখে নীল ছায়া

আশৈশব আত্মার টান ছিঁড়ে ফেলে শব চিতা সমাধি

সব লোকই বুঝেছে এ সময় কেমন কথা কয় আত্মার শ্লোক।

#

গাছ ফুল পাখি জানে সকল আত্ম পরিজন নিপুণ মায়া কোষ

তবুও আক্রোশ লোভ মাখে রূপো রাঙা জলের খেলা

তেজারতি বোঝে না বালি জল মাটি পাথর কালো আলো গর্ভ

জীবনে জীবন মেলাতে আজব খয়রাতি বোঝে প্রচ্ছন্ন পাশব বেসাতি

যমুনা পুলিন জানে জানে গঙ্গা থমকে মানুষের বুকের ব্যথায়

স্তাবক চেনে শাসকের চোখের ভাষা আসরফি রূপ টান

শূন্য সময় আগুনের দেশ মেলেনা হিসেব রামনবমী রমজান।

#

মানুষ জানে পাখি ফুল আঁজলা ভরা নদী জল মুখ

জল বলে সমুদ্র উজান ভাসে আত্মা আলোর কৃষ্ণ অরূপ

সকল দরজায় দাঁড়িয়ে আত্মজন চেনা স্বর খোঁজে বিবেকের

চিরকাল থাকে না এমন বদলায় কথা ফুল শব্দের অনিন্দ্য মরশুম

সকল অরণ্য কাল জানে বীজ বংশ অঙ্কুর সবুজ বাসর

নীরব আরাধনা সকল উঠোনে এখন আত্মার পদাবলী।

1 টি মন্তব্য:

  1. আপনার প্রাঞ্জল লেখনী আমাদের সমৃদ্ধ করেছে। অন্যমনে সাহিত্য আপনাকে শুভেচ্ছা জানায়।

    উত্তরমুছুন