অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

বুধবার, ১২ মে, ২০২১

ধ্বংসের কতকথা

 

 


ধ্বংসের কতকথা
=================
সৌমেন দেবনাথ
=================


পিতা মাতা ধ্বংস হয়ে সন্তানের সুন্দর জীবনের পথ রচনা করে। সন্তানও শিশুকাল ধ্বংস করে, কৈশোর ধ্বংস করে যৌবনের জাজ্জ্বল্যে একটু উড়ে পরে মুখ থুবড়ে পড়ে পৌঢ়ত্বে পৌঁছায়। যৌবন থেকে সৃষ্ট সৃষ্টির পথ পিতার মত সুন্দর সাবলিল করে নির্মাণ না করে দিতে পারায় নিজ পিতাকে সাধুবাদ দেয় ও নিজ পিতৃত্বকে দোষারোপ করে। পিতা-মাতা আমাদের যেভাবে গড়ে উচ্চে পৌঁছে দেয় আমরা পরম্পরায় নিজ সন্তানকে পূর্বাপর আরো উচ্চে না তুলে দিতে পেরে বরংচ তলদেশে ফেলি। পিতা-মাতার সংকট অর্থে আমরা লালিত হয়ে অঢেল অর্থে ভেসে নিজ সন্তানকে পর্যাপ্ত অর্থ স্বাধীনতা দিয়ে ধ্বংস করে ফেলি। ধ্বংসস্তূপ থেকে যে পিতা-মাতা আমাদের সুগম পথের দিশা দেয় সেই সুগম পথে থেকে আমরা আমাদের সন্তানকে ধ্বংসাভিমুখী করি। প্রথম প্রজন্ম কষ্ট করে দ্বিতীয় প্রজন্মের জন্য, দ্বিতীয় প্রজন্ম থেকে উৎপন্ন তৃতীয় প্রজন্ম দ্বিতীয় প্রজন্মের কষ্টার্জিত সুনামকে ধ্বংস করে ফেলে। তারপর এই তৃতীয় প্রজন্ম প্রথম প্রজন্মের ন্যায় কষ্ট করে চতুর্থ প্রজন্মের জন্য। অথচ প্রজন্ম থেকে প্রজন্মে অব্যাহত উন্নতির ধারা থাকার কথা ছিলো, উঠে পড়া, আবার পড়ে উঠা এ যে অহমের ফল, বিলাসিতার ফল। জগৎও বঞ্চিত হয় সুন্দর থেকে আরো সুন্দরতর হতে। যে সুন্দর থেকে সুন্দরের সৃষ্টি সেই সুন্দর থেকে অসুন্দর সৃষ্টি হলে সার্বিক সৌন্দর্যে কালসেটে দাগ পড়ে। ধ্বংসস্তূপে তৃণ গজায়, সে তৃণে ফুল ফল হয়, সেই ফুল ফলের পূর্বাবস্থা গ্রাহ্য হতে হয়, সেই পূর্বাবস্থার প্রতি শ্রদ্ধাবনত থাকতে হয়। গোবরে পদ্ম ফোঁটে, ফুঁটবেও; তা বলে সেই পদ্মের আহামরি আর আহম্মকি অহংকারী হলে ধ্বংস অনিবার্য। মলিন মনের ধ্বংস সময়ের ব্যাপার, হিংসুক আত্মা মরণের অন্য নাম। যে সৌন্দর্য মাধুর্যতায়, লাবণ্যতায় ভরা নয় সে সৌন্দর্য সুন্দর নয়, সে সৌন্দর্যের ধ্বংস নিকট ভবিষ্যতে। মৃত্যু সত্য, মরবো, কিন্তু যেন ধ্বংস না হই। মরণেই যেন না মরি, মরণেই যেন ধূলিসাৎ না হই। কত জ্ঞানী মরেছে, কিন্তু ধ্বংস হইনি। অঢেল ধনের ধনী মরেছে, ধ্বংসও হয়েছে, কালোত্তীর্ণ হননি। অতিশয় ক্ষীণ-হীন-দীন মরেছে, জ্ঞান-গরিমা-কীর্তিতে ঔজ্জ্বল্য, ধ্বংস হয়নি, অবিস্মরণীয়, মৃত্যুঞ্জয়ী। কর্ম করি, সেই কর্মটাই, যে কর্মটি সৌন্দর্যে ভরা, সুন্দর। মৃত্যুতেই যেন না মরি, না ধ্বংস হই, মৃত্যুর পরও যেন বেঁচে থাকি, একবার মৃত্যুর পর যেন আর না মরি, না বিস্মৃত হই তেমন জীবন গড়ি। বেঁচে থাকতেই ধ্বংস হোক আমার জেদের, ক্ষোভের, লোভের, হিংসার, দ্বেষের।

1 টি মন্তব্য:

  1. আপনার প্রাঞ্জল লেখনী আমাদের সমৃদ্ধ করেছে। অন্যমনে সাহিত্য আপনাকে শুভেচ্ছা জানায়।

    উত্তরমুছুন