ধ্বস
======================
মৌসুমী রায়
======================
ধ্বসে যাওয়া সমাজের...
ইঁট বালি সরিয়ে মানুষ খুঁজি,
কার আছে সামান্য
মনুষ্যত্বের পুঁজি।
মূক সমাজের বুক ফেটে যায়...
পরের সুখে
ধর্ম পোড়ার গন্ধ পেলে
জাত বাঁচাতে মোম জ্বালে।
জাতের হকার জাত বেঁচে দেয়...
জলের দরে
গোপনে রাজায় রাজায়,
পিরিত হলে মানুষ মরে।
ধ্বংসের আকার বাড়তে থাকে
দিনে দিনে...
তাও আমি "মানুষ" খুঁজি
শব কিনে।
আপনার প্রাঞ্জল লেখনী আমাদের সমৃদ্ধ করেছে। অন্যমনে সাহিত্য আপনাকে শুভেচ্ছা জানায়।
উত্তরমুছুনভালো লাগল।বেচে শব্দটি কেন বেঁচে হল বুঝলাম না।
উত্তরমুছুন