উত্তর পুরুষ
===============
দালান জাহান
===============
বাড়ির সামনেই ঠাকুমার কবর
ইদানীং সন্ধ্যা হলেই আবোল-তাবোল ভাবে
উঠে আসে অতীতের জ্বলন্ত কয়লা হয়ে।
পূর্ব ও পশ্চিমে হেলান দিয়ে তিনি
কথা বলতে বলতে গড়িয়ে যান মানুষের পেটে
জারকের মতো তার চোখের জলে
গ্রাম শহর লোকালয় হজম হয়ে যায় অন্ধকারে।
একদিন দখিনের বাতাস ধরে ঠাকুমা বলেন
বিষন্ন ও ক্ষুধার্ত শেয়ালগুলো চিরদিন
শুধুই কাগজের ইট নিয়ে অতিক্রম করেছে
অনুকূল ছায়ার আকাশ সীমা।
ভোরের মোরগেরা ক্লান্তি ভেঙে অক্সিজেন নিয়ে
আযান দিতে যায় পূর্ব-পুরুষের গণকবরে
সাপের মগজে মদের আগুন
ভ্যান্টিলেটরে জ্বলছে পৃথিবীর পিরামিড
কমলা রঙের পথের পরে চোখের ভেতর
আলোর সালাত
এক পা দুপা করে এগিয়ে আসছে
উত্তর পুরুষের ছায়া।
===============
দালান জাহান
===============
বাড়ির সামনেই ঠাকুমার কবর
ইদানীং সন্ধ্যা হলেই আবোল-তাবোল ভাবে
উঠে আসে অতীতের জ্বলন্ত কয়লা হয়ে।
পূর্ব ও পশ্চিমে হেলান দিয়ে তিনি
কথা বলতে বলতে গড়িয়ে যান মানুষের পেটে
জারকের মতো তার চোখের জলে
গ্রাম শহর লোকালয় হজম হয়ে যায় অন্ধকারে।
একদিন দখিনের বাতাস ধরে ঠাকুমা বলেন
বিষন্ন ও ক্ষুধার্ত শেয়ালগুলো চিরদিন
শুধুই কাগজের ইট নিয়ে অতিক্রম করেছে
অনুকূল ছায়ার আকাশ সীমা।
ভোরের মোরগেরা ক্লান্তি ভেঙে অক্সিজেন নিয়ে
আযান দিতে যায় পূর্ব-পুরুষের গণকবরে
সাপের মগজে মদের আগুন
ভ্যান্টিলেটরে জ্বলছে পৃথিবীর পিরামিড
কমলা রঙের পথের পরে চোখের ভেতর
আলোর সালাত
এক পা দুপা করে এগিয়ে আসছে
উত্তর পুরুষের ছায়া।
আপনার প্রাঞ্জল লেখনী আমাদের সমৃদ্ধ করেছে। অন্যমনে সাহিত্য আপনাকে শুভেচ্ছা জানায়।
উত্তরমুছুনঅনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি "অন্যমনে" সাহিত্য সম্পাদকের প্রতি।
উত্তরমুছুন