অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

বুধবার, ১২ মে, ২০২১

দূরত্ব

   
দূরত্ব
=============
পিঙ্কি ঘোষ
=============



সৃষ্টির প্রারম্ভে অলিখিত সম্পর্ককে

বিবর্তনের প্রতিকূলতার বিপরীত

স্রোতে এগিয়ে নেওয়ার স্বাক্ষর

হয়েছিল শুধুই আমার একার।

তুমি জোয়ারের জলে পাল তোলা

নৌকার মাঝির মতো চির উদাসীন,

মাঝ নদীর কালো মেঘ তোমার

স্বপ্নকে কখনও প্রশ্ন চিহ্নের

সামনে দাঁড় করায় নি।

মাঝ নদীর কাল বৈশাখীর রুদ্ররূপ

আমি আঁচল দিয়ে আড়াল করেছি,

তীরে উঠেছে তোমার বিবর্তনের নৌকা।

দূরত্ব আজ এককের ঘরে বন্দী নেই,

তুমি এখন মৌলিক সংখ্যার ঘর

আলোকিত করা একটা নাম মাত্র।

আমি আজও তুষার যুগেই দাঁড়িয়ে॥

1 টি মন্তব্য:

  1. আপনার প্রাঞ্জল লেখনী আমাদের সমৃদ্ধ করেছে। অন্যমনে সাহিত্য আপনাকে শুভেচ্ছা জানায়।

    উত্তরমুছুন